বেনাপোলে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আট আসামিকে গ্রেপ্তার করেছে পোর্টথানা পুলিশ। বুধবার দিনভর অভিযান শেষে পুলিশ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন হলো, বেনাপোলের গয়ড়া গ্রামের রমজান আলীর ছেলে শরিফুল ইসলাম, পুটখালী গ্রামের জামাত আলীর ছেলে মাসুদ, তোয়েব আলীর ছেলে শফিকুল ইসলাম, বিল্লাল হোসেনের ছেলে সুজন ও বারোপোতা গ্রামের আতাল হক ফকিরের ছেলে রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা এলাকায় ফিরে গোপনে অবস্থান করছেন। এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন জানান, গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।