যশোরের অভয়নগর থানার এস আই মশিউল ইসলামের বিরুদ্ধে মালক্রোকের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর ট্রাক আটক করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা রয়েছে। গত শনিবার রাতে এ চাঁদাবাজির ঘটনা ঘটে।
জানা গেছে, নওয়াপাড়া বুইকরা গ্রামের নুরইসলামের পুত্র মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা রয়েছে। তার একটি ট্রাক রয়েছে। গত শনিবার ট্রাকটি গম বোঝাই করে ড্রাইভার নওয়াপাড়া থেকে লালমনিরহাট যাওয়ার প্রাকাল্লে অভয়নগর থানার এ এস আই মশিউল ইসলাম ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় এবং মামলায় আদালতের মালক্রোকের অর্ডার আছে এমন ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। ওই রাতেই ট্রাক মালিক মোহাম্মদ আলী তার ছোট ভাই জাহিদের মাধ্যামে ২০ হাজার টাকা দিয়ে ট্রাক ও মালামাল ছাড়িয়ে আনেন। নানারকম ভয় দেখিয়ে রোববার (২৬/৫/১৯) জাহিদের নিকট থেকে আরো ১০ হাজার টাকা নিয়েছেন।
এব্যাপারে ট্রাক মালিকের ছোট ভাই জাহিদুল ইসলাম বলেন, কোর্ট থেকে মাল ক্রোকের অর্ডার আছে এম ভয় দেখিয়ে দারোগা মশিউল ইসলাম আমার ভাইয়ের ট্রাক আটক করে ৫০ হাজার টাকা দাবি করে। ২০ হাজার টাকা দিয়ে ট্রাকটি ছাড়িয়ে আনি। আজ (২৬/৫/১৯) আরো ১০ হাজার টাকার জন্য চাপ দিচ্ছে। কানের দুল বিক্রি করে ১০ হাজার টাকা দিয়েছি।
অভয়নগর থানার এএসআই মশিউল ইসলাম টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, মালক্রোকের অর্ডার আছে কিনা দেখতে হবে। তবে কেন আটক করেছেন তার সঠিক জবাব দেননি। মোহাম্মদ আলীর ভাই জাহিদের জিম্মায় ট্রাক দেয়া হয়েছে তিনি বলেন।