কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মিলন হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কালীগজ্ঞ পৌর এলাকার নজরুল ইসলামের ছেলে।

জিআরপি পুলিশ সূত্র জানিয়েছেন, রোবাবার সকাল নয় টার দিকে মিলন মোবারকপুর রেল স্টেশনে দাড়িয়ে ছিলেন রাজশাহী যাবার জন্যে। এ সময় রাজশাহী গামী ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে তার দু’পায়ের উপর দিয়ে ট্রেন চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান তুহিন তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক নাজমুল হাসান তুহিন জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মিলনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দু’পা কেটে পড়ে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।