বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় যশোরের বসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বসুন্দিয়ার সিঙ্গিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফায়সাল, সাংগঠনিক সম্পাদক আলি হায়দার রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।