যশোরে পরিবার পরিকল্পনার অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

jessore map

যশোরে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ এবং প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় ২৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতায় সোমবার সকালে যশোর সার্কিট হাউসে পরিবার পরিকল্পানা অধিদপ্তর আই.ই.এম ইউনিট এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. হারুণ-অর রশিদ ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর যশোরের উপ-পরিচারক ডা. মুনশি মনোয়ার হোসেন।

অনুষ্ঠান দুটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে উদ্ভোধন ও দ্বিতীয় পর্বে কর্মশালা। কর্মশালায় পরিবার পরিকল্পনার সুবিধা অসুবিধার বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর শার্শা উপজেলা কর্মকর্তা সাইদুর রহমান।

কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, পরিবার পরিকল্পনায় নেগেটিভ ধারণা আছে অনেকের। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। পজেটিভ দিকগুলো তুলে ধরতে হবে। গণমাধ্যমে পজেটিভ দিক উঠে আসলে মানুষ ভাল কাজে উদ্ধুব্ধ হবে।
তিনি আরও বলেন, শিক্ষিত মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। কিন্তু বস্তিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সচেতনার অভাব রয়েছে। এই জনগোষ্ঠীকে টার্গেট করে সচেতনতায় জোর দিতে হবে।

কর্মশালায় জানানো হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ইনফরমেশন, এডুকেশন ও কমিউনিকেশন (আইইসি) অপারেশনাল প্লানের আওতায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। জন্ম নিয়ন্ত্রণ, মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন।