যশোরের ঝিকরগাছায় সরাসরি কৃষকের নিকট থেকে সরকারীভাবে ২৬ টাকা কেজিতে ধান ক্রয় শুরু হয়েছে। ঝিকরগাছা খাদ্য বিভাগের আয়োজনে সোমবার স্থানীয় পদ্মপুকুর স্কুল মাঠে ধান ক্রয়ের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ লিয়াকত আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাস, ওসিএলএসডি লিটন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সিম্প্রসারন অফিসার মাহাবুব আলম রনি, কৃষক প্রতিনিধি মোঃ আলী হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু দাউদ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত কৃষকদের তাড়াহুড়া না করে ধৈর্য ধরবার আহবান জানান।
এদিন ঝিকরগাছাসদর ইউনিয়নের ১০ জন কৃষকের নিকট থেকে ৪০ মেঃ টন ধান ক্রয় করা হবে বলে ওসিএলএসডি লিটন কুমার বিশ্বাস জানিয়েছেন।