১২ দিনের সফরে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

sk hasina
ফাইল ছবি

জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড ও ভারতে ১২ দিনের সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে জাপানের টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিদেশে যাওয়ার আগে তিনি দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

সকাল ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এ সফরে প্রথমেই প্রধানমন্ত্রী জাপানে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠেয় ফিউচার এশিয়া শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন। সেখানে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এরপর শেখ হাসিনা জেদ্দার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। সেখানে তিনি আগামী ৩ জুন পর্যন্ত অবস্থান করবেন। আগামী ৪ জুন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সবশেষে একদিনের সফরে ভারতের নয়াদিল্লিতে যাবেন প্রধানমন্ত্রী।