ঝিকরগাছায় মৃত ট্রাক শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের ২০ জন মৃত সদস্যর পরিবারের মাঝে ১ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ (অনুদান) দেয়া হয়েছে।

মঙ্গলবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে নগদ অর্থ প্রদানপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহাঙ্গীর সরদার, যুগ্ম-সম্পাদক শফিয়ার রহমান শফি, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম বকুল, সহ-দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ লিটন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর আগে গত পহেলা মে আরও ২১টি পরিবারের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেয়া হয়েছিল বলে সংগঠনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর সরদার জানিয়েছেন।