যশোরে ছুরিকাঘাতে যুবক জখম

jessore map

যশোরে জুয়া খেলতে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে রাকিব হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

আহতের ভাই সোবাহান জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাত টার দিকে তার ভাই রাকিবকে স্থানীয় বখাটে ইসমাইল হোসেন তিন কার্ডের জুয়া জুয়া খেলতে ডাকতে আসেন। এ সময় তিনি জুয়া খেলতে অস্বীকার করলে তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়। রাত আট টার দিকে রাবিক ব্যক্তিগত কাজে বাড়ির পাশের নদীর পাড়ে যান। এ সময় ইসমাইলের নেতৃত্বে ইমরান, আরমান, সলেমান, রাশেদুলসহ ১০-১২ জন তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।