যশোরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ, যুবক আটক

jessore map

যশোর সদর উপজেলার নওদাগ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা অভিযোগে মুক্তার হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক নওদাগ্রামের পূর্ব পাড়ার নুরনবী সরদারের ছেলে। কোতয়ালি মডেল থানার এসআই ইকবাল মাহমুদ সোমবার বিকেলে তাকে গ্রেফতার করে।

থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, রোববার বিকেলে মাদ্রাসা ছাত্রী (১২) বাড়িতে অবস্থান করছিল। তার পিতা মাঠে কৃষি কাজ করতে যায়। অসুস্থ্যতার কারনে কয়েকদিন আগে তার মা বাপের বাড়ি যায়। মুক্তার হোসেন ক্ষেত থেকে শসা তুলে মাদ্রাসার ছাত্রীর বাড়ি এসে তার কাছে খাবার পানি চায়। ছাত্রী পানি নিয়ে গেলে মুক্তার তাকে জোরপূর্বক ঘরের মধ্যে ধরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় ছাত্রীর পিতা মাঠ থেকে বাড়ি ফিরে আসে। তিনি ঘটনাটি দেখে ফেললে মুক্তার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে রোববার (২৬ মে) মেয়ের পিতা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে। সোমবার পুলিশ মুক্তার হোসেনকে আটক করে।

এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মুক্তার হোসেনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। একই সাথে মাদ্রাসা ছাত্রীর ২২ ধারা জবানবন্দি আদালতে গ্রহন করা হয়েছে।