খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মরহুম জননেতা তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে যশোরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরতলীর ধর্মতলা পীর নুর বোরহান শাহ মাদ্রাসার হাফেজ ও শিক্ষাথীদের সম্মানে মাদ্রাসায় এ ইফতার মাহফিলের আয়োজন করে আরবপুর ইউনিয়ন ও পৌর ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।

ইফতার মহাফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম, যুগ্ম আহবায়ক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বীট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সহ-সভাপতি সৈয়দ ইকবাল রুজু, প্রভাষক মিজানুর রহমান মিলন, মাহমুদ হাসান চুন্নু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ, প্রভাষক কামরুজ্জামান বাবুল, তামজিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল বাশার সুজন, প্রচার সম্পাদক ইমরান হোসেন বনি, পিন্টু হোসেন, আরবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহমদ শোয়েব, ইউনিয়ন যুবদলের সভাপতি সর্দার মোঃ জাকির, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

ইফতার মাহফিল আগে তরিকুল ইসলাম আত্মার মাগফেরাত কামনা করে কবর জিযারত করা হয়।

foisal robiul