মোদির শপথে থাকছেন রাহুল-সোনিয়া

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে।

এবারের নির্বাচনের প্রচারে মোদি ও বিজেপির অন্যান্য নেতারা গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন বার বার। এমনকি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকেও কটাক্ষ করা হয়েছে। যদিও রাহুল-প্রিয়াঙ্কা তার উত্তর দিয়েছেন।

বিরোধীরা মোদির প্রবল সমালোচনা করেছিল যখন তিনি সোনিয়া গান্ধীর স্বামী রাজীব গান্ধীকেও লক্ষ্য করে কটূ কথা বলেন। প্রসঙ্গত, ১৯৯১ সালে এলটিটিই জঙ্গি দলের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিপুল জয়লাভ করে। ৫৪৫টি আসনের মধ্যে ৩৫২টি আসন পায় তারা। প্রথম বিজেপি নেতা হিসেবে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মোদি। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন তিন কংগ্রেস নেতা বা নেত্রী। তারা হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিংহ।

অন্যদিকে কংগ্রেসকে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে খুব শোচনীয়ভাবে হারতে হয়েছে। যার ফলে দলকে গভীর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাহুল গান্ধী সভাপতি পদে থাকতে না চাওয়াতে সেই সমস্যা আরও বেড়েছে।

সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। উপস্থিত থাকবেন প্রায় আট হাজার অতিথি। দেশীয় অতিথিদের পাশাপাশি বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান থেকেও প্রতিনিধিরা আসবেন।

দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, রাষ্ট্রদূত থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ভবনে।

তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না শপথ অনুষ্ঠানে। তিনি অভিযোগ করেছেন, বিজেপি অনুষ্ঠানটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।