প্রখ্যাত অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যুতে শিল্পী ঐক্যজোটের যশোর জেলা শাখার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের টিভি ক্লিনিক মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঐক্যজোটের যশোর জেলা শাখার আহবায়ক স্বপন দাশ।
অভিনেত্রী মায়া ঘোষের জীবনী, চলচ্চিত্রাঙ্গন নিয়ে আলোচনা স্মরণসভায় বক্তব্য দেন সদস্য সচিব চঞ্চল সরকার, যুগ্ম আহবায়ক আবুল হাসান তুহিন, সদস্য গোলাম মোস্তফা মুন্না, কণ্ঠ শিল্পী মোয়াজ্জেম হোসেন স্বপন, নাজিমুদ্দৌলা, গৌতম ঘোষ, মায়া ঘোষের ছেলে দীপক ঘোষ প্রমুখ।
সভার শুরুতে মায়া ঘোষের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।