যশোরের শার্শার শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ দিলো দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশন যশোর জেলার উদ্যোগে শার্শা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার শার্শা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলার প্রায় ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৪,১০০ (চার হাজার একশ) টাকা করে সর্বমোট ৩১১,৬০০ টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী , শার্শা উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লিটু ও শার্শা উপজেলা দূর্নীতি দমন কমিটির সদস্য মোঃ মিলন হোসেন (সাংবাদিক)। এ সময় শার্শা উপজেলা ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।