ঈদ উপলক্ষে বেনাপোল চেকপোষ্টে দিয়ে ভারতগামী পাসপোর্টযাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঈদের লম্বা ছুটির কারনে নাকি এ যাত্রা পাসপোর্ট যাত্রীদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিতে কেনা কাটা ও ভারতে ঈদ করতে এপথে যাত্রা শুরু করেছ।
এদিকে গত ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত যে যাত্রী আসা যাওয়া করেছিল ছিল তার তুলনায় পরের সপ্তাহ ২৪ মে থেকে ৩০ মে পর্যান্ত যাত্রীর আগমন ও বহির্গমন বেড়েছে। গত ১৭ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ভারত থেকে আগমন ছিল ১৫৪২০ জন এবং বর্হিগমন ছিল ১৯২২৫ জন। এর পরে ২৪ তারিখ থেকে ৩০ মে পর্যন্ত ভারত থেকে আগমন ছিল ১৮৬২০ জন এবং বহির্গমন ছিল ২২২২০ জন।
শুক্রবার বেনাপোল চেকপোষ্টে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের ভীড় লক্ষ করা গেছে। ইমিগ্রেশনে প্রবেশের আগে পুলিশের সহযোগিতায় লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধ ভাবে ব্যাংকের ট্র্যাক্স কাটছে। এরপর কাস্টমসের স্কানিং কাজ শেষ করে পাসপোর্ট যাত্রীরা লাইনে দাঁড়িয়ে সুশৃংখল ভাবে তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করছে। সার্বিক নিরাপত্তা ও কোন রকম বিশৃংখলা যাতে না হয় তার জন্য লাইনের মাঝে মাঝে পুলিশ নজরদারি রয়েছে।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে ভারতগামী যশোরের সাংবাদিক সাহাবুদ্দিন আলম বলেন, এবার ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ভারত যাচ্ছি ঈদ করতে। তিনি বলেন, দেশেতো সবসময় ঈদ করা হয়। মেয়ে নাতি জামাইকে নিয়ে এবার দেশের বাইরে ঈদ করা সহ দর্শনার্থি জায়গা ভ্রমন করার জন্য ভারত যাচ্ছি।
ঢাকা থেকে আসা খালেদা পারভীন ও তার স্বামী আব্দুল জলিল বলেন, ঈদের আনন্দটা একটু অন্য রকম। এবার ঈদে একটু আগে থেকে ছুটি পাওয়ায় ভারতে যাচ্ছি ঈদ করতে । সেখানে আত্মীয় স্বজনদের সাথে ঈদ করব।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার বলেন, ঈদের ছুটিতে যাত্রী সংখ্যা বৃহস্পতিবার বিকাল থেকে বেশী লক্ষ করা গেছে। যাত্রীদের সেবায় আমাদের ডেস্ক একটানা কাজ করে যাচ্ছে। কোন ত্রুটি বিচ্যুতি হবে না আশা রাখি।
ওপার দিকে বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ সঠিক সময় হলেও ভারতে পড়ছে যাত্রীদের দির্ঘ লাইন। নোম্যান্সল্যান্ডে পাসপোর্টযাত্রীদের লাইনে দাঁড় করিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের পাসপোর্ট দেখে এক এক করে ভিতরে প্রবেশ করাচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশনে সরেজমিনে দেখা গেছে লাইনে দাঁড়িয়ে পাসপোর্টযাত্রী তাদের বইয়ের আনুষ্ঠানিকতা শেষ করছে। ওসি আবুল বাশার কোন পাসপোর্টযাত্রীর যাতে কোন অসুবিধা না হয় তার জন্য ডেস্কে নজরদারি করছে।