টাইগাররা বিশ্বকাপ শুরু আগে যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন (ভিডিও)

২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুরু হলো আজ। মাশরাফি বিন মর্তুজা বাহিনী নিজেদের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে। এ ম্যাচ খেলার আগে টাইগারদের আরও একটি খেলার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িছে পড়েছে। সেই খেলা ক্রিকেট নয়; খেলাটির নাম ‘বাজওয়্যার চ্যালেঞ্জ’।

জানা গেছে, মূলত ম্যাচের চাপ কমাতেই এই মজার খেলায় মেতে উঠেছিলেন মাশরাফিরা। ‘বাজওয়্যার চ্যালেঞ্জ’ নামের এই খেলায় খুবই কৌশলী হতে হয় অংশগ্রহণকারীকে; ধাতবের মধ্য দিয়ে ধাতবকে সূক্ষ্মভাবে নিয়ে যেতে হয়। এসময় একটু এদিক-সেদিক হলেই লাল আলো জ্বলে উঠে বা ঘন্টা বেজে খেলার সমাপ্তি ঘটবে। এই চ্যালেঞ্জ মোকাবেলার খেলায় অংশ নিয়েছেন মুশফিক-রিয়াদদের সবাই। বেশ মজা করেই চ্যালেঞ্জ পূরণ করেন টাইগাররা।

মাশরাফিদের সেই মজার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন