বিশ্বকাপ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। রবিবার ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।
এদিকে, একাদশে রয়েছেন সাকিব আল হাসান। আর এই একাদশে থাকার মাধ্যমেই একটি বিশ্বরেকর্ড নিশ্চিত হলো সাকিবের।
মাঠে নামার আগে ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আছেন সাকিব। কিছুদিন আগেই তালিকার শীর্ষে উঠে এসেছিলেন তিনি। আর এই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে থেকে টানা তিনটি বিশ্বকাপ খেলার রেকর্ড করলেন সাকিব।
২০১১ ও ২০১৫ বিশ্বকাপেও শীর্ষ অল-রাউন্ডার ছিলেন তিনি। ইতিহাসে আর কোন তারকা এই রেকর্ড করতে পারেনি।