বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে সাকিবের অন্যরকম রেকর্ড

গত বিশ্বকাপের মতো এবারও বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা নিয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে নেমেই নিজের জাত চেনালেন।

প্রথমে ব্যাট হাতে তুলে নেন ক্যারিয়ারের ৪৩তম ওডিআই ফিফটি। ৮৪ বলে ৮টি চার ও এক ছক্কায় ৭৫ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ১৪১ বলে ১৪২ রানের অনবদ্য জুটির রেকর্ড।

বল হাতেও ওপেনার এইডেন মার্করামের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি। নিজের ঝুলিতে জমা করলেন ২৫০ উইকেট।

তবে এসব রেকর্ডের মাঝে দুর্দান্ত এক রেকর্ডের মালিক হলেন সাহ৭৫। আজ (রোববার) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অর্ধশত করার পর বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিফটি হাঁকালেন সাকিব।

পরিসংখ্যান বলছে, ২০০৭ সালে প্রথম বিশ্বকাপ খেলেন সাকিব। সেবার প্রথম রাউন্ড থেকেই ভারতকে বিদায় করে দেয় টাইগাররা। ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে ৮৬ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলেন সাকিব।

এরপর ২০১১ সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেই ভারতের বিপক্ষেই ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন সাকিব। যদিও সাকবের সেই ঝড়ো ইনিংস ভারত বধ করতে পারেনি।

২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শুভ সূচনা করে বাংলাদেশ। সেই প্রথম ম্যাচেও অনবদ্য ফিফটি করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৫১ বলে ৬৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেন সাকিব। যার ওপর ভর করে ম্যাচ নিজের করে নেয় মাশরাফি বাহিনী।

গত তিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিন অর্ধশত করার পর আজও সেই একই পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮৪ বলে ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংসের ওপর ভর করেই দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে বাংলাদেশ।

সূত্র: ইএসপিএনক্রিকইনফো