বাংলাদেশ এই বিশ্বকাপের ডার্ক হর্স : মাইকেল ভন

যেদিন টাইগাররা ছন্দে থাকে, সেই দিনটা নিঃসন্দেহে বাংলাদেশের। আর নিজেরা জিতে জয়ের আনন্দ ভাগাভাগি করে নেয় কোটি বাঙালির সঙ্গে।

গতকালও তাই হলো। একদিনের ক্রিকেট র‍্যাংকিংয়ে শীর্ষ পর্যায়ের দল দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই প্রোটিয়াদের পেছনে ফেলে ২১ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা।

দুরন্ত এ জয়ের পর প্রশংসার জোয়ারে ভাসছেন মাশরাফি-সাকিবরা। সেই তালিকায় এবার যোগ দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর সে কারণে ইংল্যান্ড বিশ্বকাপের ডার্ক হর্স দল হতে পারে বাংলাদেশ, মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন।

প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে নিজেদের ব্যাটিং সামর্থ্য দেখিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে ৩৩০ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে তারা, যা বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ।

‘ব্যাটিং দল হিসেবে বাংলাদেশ দারুণ। সামর্থ্যবান ক্রিকেটারে ঠাসা তাদের ব্যাটিং লাইনআপে। অভিজ্ঞতায়ও কমতি নেই। এবারের বিশ্বকাপের ডার্ক হর্স দল হতে পারে বাংলাদেশ,’ টুইটারের পাতায় লিখেছেন তিনি।