শর্ট বলে এত দুর্বল বাংলাদেশের ব্যাটসম্যানরা!

গত মার্চে নিউজিল্যান্ড সফরের কথা নিশ্চয়ই মনে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। সেই সফরে লাল-সবুজের দলের ব্যাটসম্যানদের শর্ট বলেই ঘায়েল করেছিলেন কিউই বোলাররা। বিশ্বকাপের মঞ্চে সে অভিজ্ঞতাই হয়তো কাজে লাগিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

বুধবার টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান উইলিয়ামসন। তাঁর এই সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটা বোঝা গেছে ম্যাচের প্রথম ইনিংস শেষে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত খেলা বাংলাদেশ এদিন বড় সংগ্রহ গড়তে পারেনি। করেছেন ২৪৪ রান।

বিশ্বকাপের মতো বড় আসরে এমন সংগ্রহ ছোটই বটে। তা ছাড়া আগের ম্যাচে ৩৩০ রানের মতো বিশাল সংগ্রহ গড়া বাংলাদেশ, এদিন কেন পারেনি ভালো কিছু করতে?

প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, কিউই পেসারদের মোকাবিলা করতেই হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। বিশেষ করে তাদের শর্ট বলেই ঘয়েল হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুধু তাই নয়, এদিন বাংলাদেশের পড়া ১০ উইকেটের আটটিই নিয়েছেন কিউই পেসাররা।

শুধু নিউজিল্যান্ড পেসাররাই ভালো খেলেছেন তা কিন্তু নয়, বাংলাদেশের অধিকাংশ ব্যাটসম্যান নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের রানআউট বাদ দিলে প্রায় সবাই নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।

অধিনায়ক সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি (৬৪) ছাড়া আর কেউই ভালো ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে অলরাউন্ডার সাইফউদ্দিন ২৯ রানের একটি ইনিংস খেলেছেন ঠিক, কিন্তু পারেননি দলের সংগ্রহটাকে ভালো জায়গায় পৌঁছে দিতে। এ ছাড়া মোহাম্মদ মিঠুন ২৬, সৌম্য ২৫, তামিম ইকবাল ২৪, মাহমুদউল্লাহ ২০ রান করে সেট হয়েই আউট হয়েছেন। আর এই কারণেই সম্ভব হয়নি বড় সংগ্রহ গড়া।