নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

বিশ্বকাপের দুই ম্যাচ শেষ করেই বড় দুঃসংবাদ এলো আফগান শিবিরে।

হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের উইকেটরক্ষক ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ।

মাত্র দুটি ম্যাচ খেলেই শেষ হলো তার এবারের বিশ্বকাপ যাত্রা।

প্রথম পর্বের বাকি সাত ম্যাচ এই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই খেলতে হবে মোহাম্মদ নবীদের। শুধু ব্যাটিংয়েই নয়, শেহজাদের অনুপস্থিতি ভোগাবে উইকেটরক্ষণ ক্ষেত্রেও।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইনজুরির কবলে পড়েছিলেন শেহজাদ। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি। তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছিলেন দলের ফিজিও।

তাই মূল আসরে চোট নিয়েই অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ম্যাচই খেলেন শেহজাদ। কিন্তু শেষ রক্ষা হয়নি আর।

পুরনো ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠে। ইনজুরির মাত্রা এতই বেড়ে যায় যে ব্যাট হাতে আপাতত মাঠে নামতে পারছেন না এই মারকুটে ব্যাটসম্যান।

মোহাম্মদ শেহজাদের ইনজুরিতে কপাল খুলেছে দেশটির ১৮ বছর বয়সী ইকরাম আলি খিলের।

৩২ বছর বয়সী শেহজাদের বদলে দলে জায়গা পেয়েছেন তিনি। আইসিসি সূত্রে এমনটিই জানা গেছে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়েই নিজেদের দলে এ পরিবর্তন এনেছে আফগানিস্তান।

পরিসংখ্যানের দিক থেকে ইকরাম আলি খিলের চেয়ে অনেক অভিজ্ঞ মোহাম্মদ শেহজাদ।

২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে আফগানিস্তানের পক্ষে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক শেহজাদ। ৫৫ ইনিংসে ১৮৪৩ রান জমা করেছেন শেহজাদ। তার বদলে ডাক পাওয়া ইকরাম আলি খিলের অভিষেক হয়েছে গত বছর।

যদিও হাঁটুর চোট নিয়ে খেলতে নেমে গত দুই ম্যাচে ভালো করতে পারেননি শেহজাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিংয়ে নেমে প্রথমেই স্টার্কের বলে শূন্য রানে আউট হন তিনি।

পরের ম্যাচেও মালিঙ্গার বলে আউট হওয়ার আগে তিনি দলীয় স্কোরবোর্ডে যোগ করেন মাত্র ৭ রান।

তবে দুই ম্যাচেই উইকেটের পেছনে বেশ উজ্জ্বল ছিলেন এই আফগান তারকা।

আগামী ৮ জুন বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। গত দুই ম্যাচে পরাজিত হয়ে শেহজাদ ছাড়া দল কেমন প্রতিরোধ গড়ে তোলে আফগান সেটিই এখন দেখার বিষয়।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গুলবাদিন নাইবের দলটি বড় ধাক্কা খেল বলে জানাচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা।

সূত্র:ইএসপিএনক্রিকইফো