যশোরে গাছের সাথে বাসের ধাক্কা, ঈগল পরিবহনের হেলপার নিহত

jessore accident news

যশোর-মাগুরা সড়কে গাছের সাথে ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছে ১৩ জন৷ মঙ্গলবার ভোরে যশোর সদর উপজেলার নোঙ্গরপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে৷

নিহত হেলপারের হোসেন আলী বিশ্বাস(১৮) যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের হাসেম আলী বিশ্বাসের ছেলে।

হোসেন আলী বিশ্বাসের চাচাতো ভাই সেলিম বিশ্বাস বলেন, হোসেন আলী বিশ্বাস ঈগল পরিবহনের একটি বাসে হেলপারের কাজ করতেন। সোমবার দিবাগত রাতে ঈগল পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিলো। যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়ক দিয়ে ভোর চারটার দিকে বাসটি যশোর সদর উপজেলার নোঙ্গরপুর এলাকায় পৌঁছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে হেলপার হোসেন আলী বিশ্বাসসহ বাসটির অন্তত ১৪ জন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সফিউল্লাহ সবুজ সকাল ছয়টার দিকে হোসেন আলী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক সফিউল্লাহ সবুজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

যশোর কোতয়ালী থানার উপপরির্শক(এসআই) মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঈগল পরিবহনে বাসটি আটক করা হয়েছে৷ সেই সাথে আহত ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে৷