সাকিব একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে: সুজন

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, সাকিব আল হাসান একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। এছাড়া তামিম ইকবাল, মুশফিকুর রহিমেরও এমন ক্ষমতা আছে।

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা সুজন আরও বলেন, আমাদের জন্য এখন শুধু ওয়েস্ট উইন্ডিজ নয় সব দলই কঠিন। তবে যে কোনো দলের বিপক্ষে জয়ের সামর্থ্য আমাদের আছে। সাকিব একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে, তামিম-মুশফিকেরও এমন ক্ষমতা আছে।

ইংল্যান্ডে সাংবাদিকদের সুজন আরও বলেন, বিশ্বকাপে আমাদের কোয়ালিফাইং খেলতে হলে এখন বড় দলগুলোকে হারিয়েই এগোতে হবে। আমরা সেভাবেই পরিকল্পনা করব। সেমিফাইনালে যেতে হলে আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে।

সোমবার ইংল্যান্ডের টন্টনের তুলনামূলক ছোট মাঠে ক্যারিবিয়ান পাওয়ার হিটারদের মোকাবেলা নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার বলেন, মাঠ সবার জন্যই সমান। মাঠ ওদের জন্য যতটুক, আমাদের জন্যও ততটুক। আমরা জানি উইন্ডিজের পাওয়ার হিটার আছে, জোরে বল করে এমন বোলারও আছে। আমরা এসব ব্যাপারে বেশ সজাগ। আমরা জানি তাদের কীভাবে মোকাবেলা করতে হবে।

সূত্র: ইএসপিএনক্রিকইনফো