এক ইনিংসে রোহিতের চার রেকর্ড

ভারতীয় ওপেনার রোহিত শার্মা। হিটম্যান খ্যাত এই খেলোয়াড় আজকের পাকিস্তানের সঙ্গে ম্যাচে গড়ছেন বেশ কয়েকটি রেকর্ড। আজকের ম্যাচে ১৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে এখন তিনি সর্বোচ্চ ছক্কার মালিক রোহিত। যেই রেকর্ডটির মালিক ছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৪০ রানের ইনিংসে ছিল ৩টি ছয়ের মার। তাতেই হয়ে যায় রেকর্ড। রোহিতের ছয়ের সংখ্যা এখন ৩৫৮টি। ধোনির ছয়ের সংখ্যা ৩৫৫ টি।

এছাড়াও আরো একটি রেকর্ড করেছেন এই মারকুটে ব্যাটসম্যান। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এখন সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও তিনি।

এর আগের সর্বোচ্চ রান ছিল ২০১৫ বিশ্বকাপে কোহলির ১০৭।

আবার পাকিস্তানের বিরুদ্ধে পরপর দুই ওয়ানডে ম্যাচে দুটি সেঞ্চুরি হাকালেন রোহিত। যেটি করতে পারেননি আগে কোন ভারতীয় ব্যাটসম্যান।

আজ লোকেশ রাহুলের সঙ্গে জুটি গড়ে করেন ১৩৬ রান। যেটি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটি।