হ্যাকারকে ছয় লাখ ডলার মুক্তিপণ দিচ্ছে ফ্লোরিডা

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক শহরে র‌্যানসমওয়্যার হামলায় অকেজো হয়ে পড়ে পৌর কম্পিউটারগুলো।

ক্ষতিগ্রস্ত কম্পিউটার আবার কাজ করাতে হ্যাকারকে ছয় লাখ মার্কিন ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাম বিচের উপ-শহর রিভিয়েরা কমিউনিটি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

এরই মধ্যে হ্যাকারদের অর্থ দেয়ার পক্ষে ভোট দিয়েছে ৩৫ হাজার মানুষের কমিউনিটি কাউন্সি। কাউন্সের এক মুখপাত্র রোজ অ্যানি ব্রাউন বলেন, ‘আমরা তাদের পরামর্শের ওপর নির্ভর করছি।’

ব্রাউন আরও বলেন, এমন কোনো নিশ্চয়তা নেই যে হ্যাকারদের অর্থ পরিশোধ করার পর তারা সব কম্পিউটার ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনবে। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন দিয়ে মুক্তিপণের অর্থ পরিশোধ করা হবে। আর এ অর্থ আসবে শহরের বীমা পলিসি থেকে।