ঢাবি’র কেন্দ্রীয় লাইব্রেরির আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতি হয়নি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সময় গ্রন্থাগারের ভেতরে অনেক শিক্ষার্থী-কর্মকর্তারা ছিলেন। প্রচুর ধোঁয়া বের হতে দেখে শিক্ষার্থীরা দ্রুত বাইরে চলে আসেন।

ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুনশিক্ষার্থীরা জানান, গ্রন্থাগারের পেছনের গেট সংলগ্ন জায়গায় বিদ্যুতের তার থেকে আগুন লাগে। শিক্ষার্থী কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভাতে সক্ষম হন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী।

ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

এ বিষয়ে প্রক্টর বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের লাইব্রেরিতে প্রচুর বই আছে। আগুন নিয়ন্ত্রণ না করতে পারলে বিরাট ক্ষতি হতো। সামনের দিকে আমরা আরও সতর্ক এবং সাবধান হবো।’