বিশ্বকাপের পর প্রথম মিশন। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আজ শুক্রবার কলম্বোতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে লাল-সবুজের দল। টস হেরে বোলিংয়ে নামছেন তামিম-মুশফিকরা। তবে লঙ্কান ব্যাটসম্যানদের খুব বেশি চাপে ফেলতে পারছেন না তারা।
প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ১৬ ওভারে ১০৯ রান করেছে দুই উইকেট হারিয়ে। করুনারত্নে ও পেরেরা দারুণ খেলছেন। বাংলাদেশের পক্ষে এক উইকেট নিয়েছেন শফিউল ইসলাম।
দ্বাদশ বিশ্বকাপ শেষে দেশে ফিরে ১২ দিনের ব্যবধানে শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। পাঁচ দিন আগে শ্রীলঙ্কা পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে পাঁচ উইকেটে জয়ের পাশাপাশি নিয়মিত অনুশীলন করে প্রস্তুতি পর্বটা ভালোভাবে সেরেছে বাংলাদেশ দল।
দলে নেই পঞ্চপাণ্ডবের অন্যতম দুজন— সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। তাই দলের নেতৃত্বভার পড়েছে তামিম ইকবালের ওপর।
এদিকে ওয়ানডে ম্যাচের অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তামিম ইকবালের। এর আগে টেস্ট দলের অধিনায়কত্ব করলেও একদিনের ম্যাচে এবারই প্রথম দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এ বামহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন ও শফিউল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল পেরেরা, আভিশকা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদিপ, লাহিরু কুমারা, লাসিথ মালিঙ্গা।