ডেঙ্গু প্রতিরোধে ঘরে তৈরি করুন স্প্রে, কাছেও ঘেষবে না মশা

ডেঙ্গু বাংলাদেশে জন্য এক আতঙ্কের নাম। প্রতিনিয়ত ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অনেক মানুষ। তবে আক্রান্ত হওয়ায় শেষ কথা নয় মারাও যাচ্ছেন অনেকে। প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। হাসপাতালগুলো ডেঙ্গু রোগীতে পরিপূর্ণ হয়ে উঠেছে।

রাজধানীর কোনো কোনো পরিবারের সব সদস্যই এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

ইতিমধ্যে দেশে ডেঙ্গুর পরিস্থিতি পর্যালোচনা করে একে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডেঙ্গুর এই অনিয়ন্ত্রিত পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে যে অবস্থা বিরাজ করছে সেটিকে পুরোপুরি মহামারী বলা না হলেও এর দ্বারপ্রান্তে অবস্থান করছে।

যেকোনো রোগ হওয়ার আগে তা প্রতিরোধ করতে হবে। কারণ রোগে আক্রান্ত হওয়ার আগে রোগ প্রতিরোধ ভালো।

তাই ডেঙ্গু প্রতিরোধ করতে যেমন ঘরবাড়ি ও তার আশপাশ পরিষ্কার রাখতে হবে। এছাড়া ঘরোয়া উপায়ে তৈরি করতে পারেন একটি স্প্রে। যা ব্যবহার করলে কাছেও ঘেসবে না মশা।

মশার তাড়ানোর ঘরোয়া স্প্রে বানিয়ে ব্যবহার করতে পারেন ত্বকে। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মশার স্প্রে।

উপকরণ

১০০ মিলি বেবি অয়েল, ১০০ গ্রাম রসুনের কোয়া, আধা লিটার রাবিং অ্যালকোহল।

প্রণালী

রসুনের কোয়া রাবিং অ্যালকোহলে ভিজিয়ে রাখুন ৪ দিন। এরপর বেবি অয়েল মিশিয়ে ত্বকের যেসব স্থানে মশা কামড়ায় সেসব স্থানে মিশ্রণটি কয়েক ফোঁটা ঘষে নিন।

সাবধানতা

চোখে বা চোখের আশেপাশের ত্বকে লাগাবেন না। এছাড়া শিশুদের ত্বকে দিতে পারেন। তবে ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকতে হবে।

তথ্য: ইনস্টিকস ম্যাগাজিন