নড়াইল হাসপাতালে আরও ৩ ডেঙ্গু রোগী

শনিবার সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে জ্বরে আক্রান্ত ২০ জনকে ডেঙ্গু শনাক্তকরণে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে দুপুর পর্যন্ত তাদের রিপোর্ট দেওয়া হয়নি।

বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৪ জন। শুক্রবার ভর্তি ছিলেন ১১জন। শনিবার সেখানে আরও ৩ জন ভর্তি হয়েছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু বলেন, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আতঙ্কিত হওয়ার মতো এখনও তেমন কিছু হয়নি।

তিনি আরও বলেন, শুক্রবার নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা ব্যক্তিগত অর্থে সদর হাসপাতাল এবং লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণে ৬শ কিট পাঠিয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এ দু’টি হাসপাতালে ২০টি মশারির স্ট্যান্ড বিতরণ করেছেন।

জানা গেছে, আগামী দুই এক দিনের মধ্যে মাশরাফি এমপি নড়াইলে এসে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করবেন।