কাশ্মীর ইস্যু ভারতের নিজস্ব বিষয়: যুক্তরাষ্ট্র

জম্মু-কাশ্মীর নিয়ে ভারতে যে উত্তেজনা বিরাজ করছে তা নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ দেশটির ‘নিজস্ব বিষয়’ বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওরতেগাস বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘জম্মু ও কাশ্মীরের সব কর্মকাণ্ডের ওপরে আমাদের নজর আছে। জম্মু-কাশ্মীরকে ভাগ করা ও তাদের সাংবিধানিক অধিকার বিলোপ করার বিষয়টিও নজরে রয়েছে।’

‘জম্মু-কাশ্মীরে অনেক নাগরিকের আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। প্রত্যেক নাগরিকের অধিকার ও প্রত্যেকের সঙ্গে আলোচনার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি।’

সোমবার ভারতের রাজ্যসভায় ৩৭০ ধারা বাতিল করা হয়। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে পাকিস্তান তীব্র প্রতিবাদ জানায়। তার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এই মন্তব্য করে।

পাকিস্তানের নাম উল্লেখ না করেই মরগান ওরতেগাস বলেন, ‘আমরা সব দলকে ‘লাইন অব কন্ট্রোলে’ শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার অনুরোধ করছি।’

জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস ভারত-পাকিস্তান দু’দেশকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশ তাদের নাগরিকদের নিরাপত্তা স্বার্থে সতর্কবার্তা দিয়েছে। তাদের আশঙ্কা, কাশ্মীর উপত্যকা পুনরায় অশান্ত হয়ে উঠতে পারে। এ কারণে তারা যেন নিরাপদে থাকে।

গতকাল ভারতের রাজ্যসভায় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হয়। ফলে, কাশ্মীর আগে বিশেষ মর্যাদা অধিকার বাতিল হয়ে যায়। এ ঘটনায় জম্মু-কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছে। সরকার সেখানে কারফিউ জারি করেছে। কাশ্মীরের বর্তমান ও সাবেক মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা হয়েছে।