টাইফুন লেকিমার প্রভাবে চীনে নিহত ১৮

টাইফুন লেকিমার প্রভাবে চীনে অন্তত ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে; বাড়িছাড়া হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হযেছে।

শক্তিশালী এ ঘূর্ণিঝড়ে এখনও পর্যন্ত ১৬ জন নিখোঁজ রয়েছেন। শনিবার সকালে তাইওয়ান এবং সিংহাইয়ের উইনলিংয়ে লেকিমার আঘাতে ভূমিধস হলে এই হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি বলছে, প্রথম পর্যায়ে ঘূর্ণিঝড়টিকে ‘সুপার টাইফুন’ হিসেবে বলা হচ্ছিল, তবে পরে এ আঘাত হানার গতি কমতে থাকে। ঝড়ের কবলে পড়ে বাধ ভেঙে ভূমিধস হয়।

লেকিমা এই মুহূর্তে ধীরগতিতে জিংজিয়াং প্রদেশ দিয়ে উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। এরপর এটি সিংহাইতে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। টাইফুনের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এলাকাগুলো; উপড়ে পড়ে আছে গাছ। উদ্ধার তৎপরতা চলছে।