মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা বলছে, মঙ্গলবার রাজধানীর দক্ষিণ-পূর্বে অবস্থিত ধামার গভর্নমেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ড্রোনটি ধ্বংস করা হয়।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এমকিউ-৯ টাইপের ড্রোনটিকে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে ধ্বংস করা হয়; যেটি জনসমক্ষে আনা হবে। সাবা নিউজ এজেন্সির বরাত দিয়ে তুরস্কের গণমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানায়।
ইয়াহিয় সারি সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীকে সতর্ক করেছিল, ইয়েমেনের আকাশসীমাটি যেন আগের মতো লঙ্ঘিত না হয়; তাদের এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সঙ্গে চিন্তা করতে হবে।
শত্রু বিমান ধ্বংস করার সক্ষমতা অর্জন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনগুলোতে আরও রড় বিস্ময় অপেক্ষা করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, ধামার শহরে হুতিদের তিনটি পয়েন্টে বিমানহামলা চালিয়েছে জোটবাহিনী।
তবে জোটের হামলার বিষয়ে হুতি বিদ্রোহীরা কোনো মন্তব্য করেনি।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে হুতিদের ওপর বড় ধরনের হামলা চালায়। এতে ইয়েমেনের অবকাঠামোগুলো ধ্বংস হয়ে যায়। ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ।