যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা শহরস্থ কপোতাক্ষ নদের উপর ব্রিজ নির্মান প্রকল্পের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এলএ চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্তরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব লুকমান হোসেন মিয়া।
চেক বিতরণপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন, যশোরের জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট এর তত্বাবধায়ক প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক শ্যামল কুমার ভর্ট্টাচার্য, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ রেজায়ে বাপ্পি।
অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাকিলা রোজলিনা পারভীন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাধন কুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা কর কমিশনার আমিরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মাওলানা নিছার উদ্দিনসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আলোচনাসভা শেষে ১৫০ টি পরিবারের মাঝে ১৫ কোটি টাকা এলএ চেক বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার জনাব লুকমান হোসেন মিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঝিকরগাছা শহরের উপর ২৪ ফুটের ব্রিজটি বর্তমানে ৬ লেন (১০০ ফুট) হবে। উক্ত ব্রিজটি করতে ৯২ কোটি টাকা ব্যয়ে ২.০৪ একর জমি অধিগ্রহণ করছে সরকার।
তিনি বলেন, সচ্ছতা রাখতে প্রথমদিন ১৫০ জন ক্ষতিগ্রস্থ পরিবারকে ১৫ কোটি টাকার এলএ চেক বিতরণ করা হলো। বাকি ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে দ্রুত সময়ের মধ্যে সচ্ছতা রেখেই এলএ চেক প্রদান করা।