বন্ধ হচ্ছে ইউটিউবের মেসেজিং সেবা

ভিডিও ‘ইন-অ্যাপ’ শেয়ার করার জন্য ২০১৭ সালে ইউটিউব একটি মেসেজিং সেবা চালু করে। এর মাধ্যমে বন্ধুদের প্রাইভেটলি ভিডিও শেয়ার করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে শিগগিরই এই সেবা বন্ধ করতে যাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। ১৮ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে এই সেবা। খবর দ্য ভার্জ’র।

গুগলের পক্ষ থেকে ইউটিউবের সাপোর্ট পেজে জানানো হয়েছে, দুবছর আগে ইউটিউবে ডাইরেক্ট মেসেজের মাধ্যমে ভিডিও শেয়ার করার ফিচার নিয়ে আসা হয়। তবে ইউটিউবের মেসেজিং সেবা বন্ধ করে দেওয়ার বড় কারণ হলো গ্রাহকরা এই সেবা খুব একটা ব্যবহার করেন না। বেশিরভাগ মানুষ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, উইচ্যাটের মতো অ্যাপ ব্যবহার করে থাকেন। ফলে ইউটিউবের ওই সেবা সম্পর্কে অনেকে জানেনও না।

শুধু এটা নয়, সম্প্রতি একাধিক সেবা বন্ধ করে দিয়েছে ইউটিউব। এর মধ্যে আছে ট্রিপ প্ল্যানিং অ্যাপ গুগল ট্রিপস, গুগল অ্যালো এবং গুগল প্লাস।