যশোরের রূপদিয়ায় আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

যশোর সদর উপজেলার রূপদিয়ায় ৪৮ তম আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমী মাঠে ১৮দলীয় টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

যশোর সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম বজলুর রশিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। ১৮ দলের মধ্যে ১২টি পুরুষ ও ৬টি প্রমিলা ফুটবল দল পৃথক ভাবে অংশগ্রহণের কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম খেলায় প্রতিদ্বন্দীতা করেন রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী বনাম শাখাঁরীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়। প্রথম দিনে পর্যায়ক্রমে জিরাট আলিম মাদ্রাসা বনাম কচুয়া মাধ্যমিক বিদ্যালয়, মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় বনাম নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়, ঘুনি মাধ্যমিক বিদ্যালয় বনাম হুগলাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, খানকা ওয়াছিয়া মাদ্রাসা বনাম বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর মাদ্রাসা বনাম দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, যশোর সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক পার্থ প্রতিম লাহিড়ী, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা, শাখাঁরীগাতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম মোর্তজা, টুআইসি এএসআই কাজি মনিরুজ্জামান সহ অংশগ্রহণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠিতব্য ফুটবল ম্যাচের সার্বিক পরিচালনা করেন রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ।