এনজিও ফোরামের গবেষণার ফলাফল জানাতে যশোরে সভা অনুষ্ঠিত

যশোরে জনস্বাস্থ্য উন্নয়ন সংস্থা এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ মাঠ পর্যায়ে পরিচালিত গবেষণার ফলাফল অবহিত করতে আলোচনা ও মতবিনিময় সভা করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এনজিও ফোরামের যশোর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে ‘ওয়াশ ইন হেলথ কেয়ার ফ্যাসিলিটি’ শীর্ষক সেমিনারে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনের ওপর আলোচনা হয়। এই বিষয়ে এসডিজি অর্জনে সরকারকে সহযোগিতা দিতে কর্মপরিকল্পনা ও পরামর্শ দেয়া হয়। এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এর গবেষনা বিভাগের প্রধান আহসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- এনজিও ফোরাম যশোর আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুল ইসলাম। গবেষনার ফলাফল উপস্থাপন করেন সংস্থার এডভোকেসি ম্যানেজার মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডা. মুন্সি মনোয়ার হোসেন, খুলনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।