চট্টগ্রামে দারুণ চাপে বাংলাদেশ। সাকিবদের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে যাচ্ছে আফগানিস্তান। শনিবার ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে আফগানরা।
প্রথম ইনিংস শেষে সফরকারীরা ১৩৭ রানের লিডে ছিল। সবমিলিয়ে রশীদ খানরা এখন পর্যন্ত ৩৭৪ রানের লিডে আছে। প্রথম ইনিংসে আফগানরা করেছিল ৩৪২। জবাবে ২০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। এই টেস্টে বাংলাদেশের পক্ষে হার এড়ানো খুবই চ্যালেঞ্জিং হবে।
গতকাল বাংলাদেশ ৮ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। আজ টাইগাররা ব্যাটিংয়ে নেমে তার সাথে ১১ রান যোগ করে অলআউট হয়ে যায়। এরপর আফগানিস্তান দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে।
আজ ৩ উইকেটে ৫৬ রান নিয়ে লাঞ্চে যায় আফগানিস্তান। কিন্তু লাঞ্চের পর তরতর করে রান তুলে বাংলাদেশকে বড় চাপের মধ্যে ফেলে ফেলে দেন ইব্রাহিম জাদরান ও আসগার আফগান। জাদরান ৮৭ ও আসহার ৫০ রান করে আউট হন। এরপর মোহাম্মদ নবীকে ৮ রানে বিদায় করেন মিরাজ।
নবী আউট হওয়ার পর ২২ বলে ২৪ রান করে ফিরে যান অধিনায়ক রশীদ খান। দিনের শেষ উইকেটটি নেন সাকিব আল হাসান। কায়েস আহমেদকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। কায়েস রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। দ্বিতীয় ইনিংসে সাকিব ৩টি, মিরাজ ১টি, তাইজুল ২টি ও নাঈম ২টি করে উইকেট নিয়েছেন।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। ম্যাচের প্রতিদিনই আধিপত্য বিস্তার করেছে আফগানিস্তান।