যশোর শহরের চৌরাস্তার এলজির শো রুমের ম্যানেজার তানজিরা খাতুনের ডাচ-বাংলা ব্যাংকের একাউন্ট থেকে দেড় লক্ষাধিক টাকা লোপাট হয়েছে। এব্যাপারে তিনি কোতয়ালি থানায় অভিযোগ করেছেন।
তানজিরা খাতুন জানান, ডাচ-বাংলা ব্যাংক যশোর আরএন রোড শাখায় তার একটি অ্যাকাউন্ট রয়েছে। অফিসের স্টাফ ও তার নিজের বেতন ওই একাউন্টে জমা হয়। ২৫ আগস্ট একটি মোবাইল নম্বর থেকে তার মোবাইল নম্বরে কল দিয়ে বলা হয়, ‘ডাচ বাংলা কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার অ্যাকাউন্টের নেক্সাস কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। এই কথা বলে পিন নম্বরটি নিয়ে নেয়। এরপর পর্যায় ক্রমে ৬,৭ ও ৮ সেপ্টেম্বর তার একাউন্ট থেকে ১ লাখ ৫২ হাজার টাকা তুলে নেয়া হয়। সর্বশেষ ৮ তারিখ রাতে ১০ হাজার টাকা তুলে নেয়া হয়। টাকা উঠিয়ে নেয়ার পর মোবাইলে তিনি ম্যাসেজও পান। হ্যাকাররা টাকা উঠিয়ে ফান্ড ট্রান্সফারও করেছে বলে তানজিরার দাবি। শুক্র ও শনিবার বন্ধ থাকায় তিনি ব্যাংকে যোগাযোগ করতে পারেননি। রোববার ব্যাংকে যেয়ে তিনি জানতে পারেন তার অ্যাকাউন্ট হ্যাকড করে পিন নম্বরের সহযোগিতায় এক লাখ বায়ান্ন হাজার টাকা উঠিয়ে নেয়া হয়েছে। পরে তিনি এবিষয়ে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।