জিম্বাবুয়ের কাছে বিসিবি একাদশের বড় হার

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে হারল বিসিবি একাদশ। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বিসিবি একাদশের দেয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

সফরকারীদের পক্ষে ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন ব্রেন্ডন টেইলর। ২৩ বলে ৩১ রান করেন অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা। ২৮ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন মারুমা। বিসিবি একাদশের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনটি উইকেট নেন আফিফ হোসেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে বিসিবি একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সাব্বির রহমান। তবে, তিনি বল খেলেন ৩১টি।

২৬ বলে ২৬ রান করেন মুশফিকুর রহিম। ওপেনার মোহাম্মদ নাঈম ১৪ বলে ২৩ রান করেন। আরেক ওপেনার সাইফ হাসান ১৯ বলে ২১ রান করেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে শন উইলিয়ামস ৩টি, কাইল জারভিস ১টি, টেন্ডাই সাতারা ১টি ও মাদজিভা ২টি করে উইকেট শিকার করেন।

বিসিবি একাদশ ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে ওপেনার সাইফ হাসানকে হারায়। দলীয় ৫৩ রানে ফেরেন আরেক ওপেনার নাঈম। এরপর ৫৩ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। এই দুই ব্যাটসম্যানই ১৫তম ওভারে আউট হয়ে যান। পরের ব্যাটসম্যানরা ঝড়ো ইনিংস খেলতে না পারায় দলের রানটা বেশি বড় হয়নি।

আগামী ১৩-২৪ সেপ্টেম্বর বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৭ উইকেটে জয়ী জিম্বাবুয়ে।

বিসিবি একাদশ: ১৪২/৭ (২০ ওভার)

(সাইফ হাসান ২১, মোহাম্মদ নাঈম ২৩, সাব্বির রহমান ৩০, মুশফিকুর রহিম ২৬, আফিফ হোসেন ১০, ইয়াসির আলী ৬, মোহাম্মদ সাইফউদ্দিন ৭*, আরিফুল হক ৯, ইয়াসিন আরাফাত ২*; শন উইলিয়ামস ৩/১৮, কাইল জারভিস ১/১৭, টেন্ডাই সাতারা ১/৩১, মাদজিভা ২/৩৫, বার্ল ০/১৭, মুতোমবোদজি ০/৪, ইমইয়োঙ্গা ০/২০)।

জিম্বাবুয়ে: ১৪৪/৩ (১৭.২ ওভার)

(ব্রেন্ডন টেইলর ৫৭*, হ্যামিলটন মাসাকাদজা ৩১, ক্রেইগ আরভিন ৪, শন উইলিয়ামস ২, মারুমা ৪৬*; মোহাম্মদ সাইফউদ্দিন ০/২০, ইয়াসিন আরাফাত ০/২২, আফিফ হোসেন ০/১৯, আরিফুল হক ০/১৪, আমিনুল ইসলাম ০/৩৭, শফিকুল ইসলাম ০/৩১)।