দীর্ঘ ছয় বছর কোমায় থাকার পর অবশেষে জ্ঞান ফিরে পেয়েছেন ফর্মুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শ্যুমাখার। খবর দ্য টেলিগ্রাফের।
২০১৩ সালের ডিসেম্বরে আল্পস পর্বতে স্কিইং-এর সময় দুর্ঘটনার শিকার হয়েছিলেন ৯১টি গ্রাঁপি জেতা এই রেসার। সেই দুর্ঘটনার পরপরই কোমায় চলে যান তিনি।
দীর্ঘ ছয় বছর পর জ্ঞান ফিরে পেলেন মাইকেল শ্যুমাখার। তিনি চোখ খোলার পাশাপাশি মাথা ও হাতের আঙ্গুল নাড়াতে পারছেন। তবে তার ডাক্তার বলছেন, তার এই উন্নতির ধাপটি একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে।