টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে রাউন্ড রবিন লিগের ঢাকা পর্বের সবশেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
আফগানিস্তান একাদশেও নেই পরিবর্তন

বাংলাদেশের মতো আফগানিস্তানও খেলছে একই একাদশ নিয়ে। জিম্বাবুয়েকে হারানো দলটির ওপরই আস্থা রেখেছে দলটি।

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।

একই একাদশ নিয়ে বাংলাদেশ

ইয়াসিন আরফাতের চোটে শেষ মুহূর্তে আবু হায়দারকে দলে নিয়েছিল বাংলাদেশ। তবে একাদশে জায়গা হয়নি বাঁহাতি এই পেসারের। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা এক্দশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা।

বাংলাদেশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। সাকিব আল হাসান জানান, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও। তবে আগে বোলিংয়েও আপত্তি নেই বাংলাদেশ অধিনায়কের। লক্ষ্যটা নাগালে রাখতে প্রথম ছয় ওভারে বোলারদের কাছ থেকে উইকেট চান তিনি।

দুই দলের সবশেষ লড়াইয়ে পাত্তাই পায়নি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে হেরেছে চট্টগ্রাম টেস্টে। দুই দল এবার মুখোমুখি হচ্ছে নতুন মঞ্চে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ঢাকা পর্বের সবশেষ ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসান ও রশিদ খানের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ভালো নয়। সবশেষ দেখায় তিন ম্যাচের সিরিজে ভারতে হোয়াইটওয়াশড হয়েছিল তারা। সেই রেকর্ড উজ্জ্বল করার লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকরা।