খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ ২ জনের মৃত্যু

khulna map

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনায় এখন পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, রোববার বিকাল ৪টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট মাসের শিশু রাফিতকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে তার মৃত্যু হয়।

রাফিত যশোর জেলার মনিরামপুর উপজেলার মো. কামরুজ্জামানের ছেলে।

এছাড়া খবিরুদ্দিন (৫০) নামে আরেক ডেঙ্গু রোগী রোববার বিকাল সাড়ে ৬টায় এই হাসপাতালে ভর্তি হয়। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা পৌনে ৪টায় তার মৃত্যু হয়।

খবিরুদ্দিনের বাড়ি যশোর জেলার অভয়নগরে।

খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন, এর মধ্যে নতুন রোগী ৩৭ জন।