যশোরে অস্ত্র মামলায় মোস্তাকের আত্মসমর্পণ

যশোরে অস্ত্র মামলায় খড়কি এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মোস্তাক খড়কি কবরস্থানের পাশে পালকি নামের এক বাড়ির ভাড়াটিয়া ও ঝিনেইদাহ কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গত পহেলা আগষ্ট পুলিশ খড়কি এলাকায় অস্ত্র বিরোধী অভিযান চালায়। এদিন খড়কি বামনপাড়ার শহিদের বাড়ির ভাড়াটিয়া সিরাজুলের ঘর তল্লাসি করে একটি পিস্তল, একটি ম্যাগজিন, একটি গুলি ও একটি বার্মিজচাকু সহ সিরাজুল কে আটক করে। এসময় ঘটনাস্থল থেকে মোস্তাক পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানার এস আই আমিরুজ্জামান এ দু’জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এতোদিন পলাতক থেকে রোববার মোস্তাক আদালতে আত্মসমর্পণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোকলেছুজ্জামান জানান, মোস্তাকের নামে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এ মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট ও জমা দেয়া হয়েছে।