নওয়াপাড়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান আতশবাজিসহ আটক ১

র‌্যাবের অভিযানে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপড়া বাজারের মুদি পট্টির আনন্দ স্টোর ও সাধন স্টোর থেকে বিপুল পরিমানে আতশবাজি, বিষ্ফোরক দ্রব্য পটাশসহ এক জনকে গ্রেফতার করেছে।

রোববার দুপুরে এ অভিযান চালানো হয়।

র‌্যাবের এক প্রেসবার্তায় জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল নওয়াপাড়া দত্তপট্টিস্থ ভাই ভাই ষ্টোর ও দত্ত ষ্টোরদ্বয়ের মাঝখানে আনন্দ ষ্টোর ও সাধন ষ্টোর দোকানে অভিযান পরিচালনা করে মহাকাল দত্ত পাড়ার মৃত শিশির দত্তর ছেলে শ্রী পোলাক দত্তকে (২০) বিপুল পরিমানে আতশবাজি ও ১৯ কেজি পটাশসহ গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- ই (ই) ধারায় অভয়নগর থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য সোর্পদ করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে আতশবাজির ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আতশবাজির ব্যবসা করিতেছে। ধৃত আসামী ও সহযোগীদেরকে ধৃত করে আইনামলে আনার জন্য অভিযান অব্যাহত আছে।