উত্তপ্ত ভারত-পাক সীমান্ত, চলছে গোলাগুলি

ফের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারত-পাক সীমান্তে। সূত্রের খবর, থেমে থেমে চলছে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীদের মধ্যে গোলাগুলি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর ও কীর্নি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে সীমান্তের ওপার থেকে গুলি চালায় পাকিস্তানের সেনা। মঙ্গলবার সকাল থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর দফায় দফায় গুলিবর্ষণ করে বলে অভিযোগ ভারতীয় বাহিনীর।

ভারতীয় সেনার অভিযোগ, মঙ্গলবার সকাল ৭.৪৫ মিনিট নাগাদ গুলি ও মর্টার শেল ছুঁড়তে থাকে পাকিস্তান। এর পাল্টা জবাব হিসেবে ভারতের পক্ষ থেকেও গুলি ছোঁড়া হয়েছে বলে খবরে বলা হয়েছে।

তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। দেশ দুইটির সম্পর্ক বর্তমানে তলানিতে গিয়ে ঠেকেছে।