সাত দেশে মুক্তি পাচ্ছে ‘সাপলুডু’

গত ২৭ সেপ্টেম্বর সারা দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম অভিনীত ‘সাপলুডু’। ভালোই সাড়া ফেলে ছবিটি। দর্শকপ্রিয়তা পাওয়ায় দ্বিতীয় সপ্তাহে ৪ অক্টোবর আরও ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত এই ছবি। দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে ‘সাপলুডু’।

দেশ পেরিয়ে এবার ‘সাপলুডু’র সেই খেলা চলবে বিদেশের পর্দায়। বিদেশের সাতটি দেশে পর্যায়ক্রমে মুক্তি পেতে চলেছে ছবিটি। আগামী ১২ অক্টোবর এ যাত্রাটি শুরু হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। এদিন সিডনির হোয়াইটস ব্যাংকসটাউন সিনেমা হলে দুপুর ১২টায় সিনেমাটি প্রদর্শিত হবে।

এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিজবেন এবং অ্যাডেলেড শহরেও ‘সাপলুডু’ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এই সুখবর গণমাধ্যমকে জানান ছবির নায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘১৮ অক্টোবর ইতালি, ২৬ অক্টোবর নিউ ইয়র্কে, ২৮ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে এবং ১ ও ২ নভেম্বর লস এঞ্জেলসে ছবিটি দেখানো হবে।’

শুভ জানান, ‘অন্য দেশগুলোর মধ্যে ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ‘সাপলুডু’ দেখানো হবে। চলচ্চিত্রটির প্রদর্শনীতে অংশ নিতে আগামী ১৫ অক্টোবর আমি রওনা হব। মূলত আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে যাব। আগামী ৪ নভেম্বর দেশে ফেরার ইচ্ছা আছে।’

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত তারকাবহুল ‘সাপালুডু’-তে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম ছাড়াও আছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, রুনা খান, মারজুক রাসেল, হুমায়ূন সাধ ও শাহরিয়ার সজীব। এর মধ্যে জাহিদ হাসান রয়েছেন একজন রাজনৈতিক নেতার চরিত্রে।