যশোরে ঈগল পরিবহনের মালিকের বিরুদ্ধে চেক ডিজ অনার মামলা

jessore map

যশোরে ঈগল পরিবহন ও এম কে মটরসের স্বত্তাধিকারী পবিত্র কাপুড়িয়ার বিরুদ্ধে ২০ কোটি ৬০ লাখ টাকার চেক ডিজ অনার মামলা হয়েছে। ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক যশোর শাখার পক্ষে ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার হাসান সাঈদ বাদী হয়ে আদালতে মামলাটি করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক বাদীর অভিযোগ আমলে নিয়ে বিবাদীর প্রতি সমন জারি করেন।

বাদী তার অভিযোগে উল্লেখ করেন, ব্যাংকের যশোর শাখা থেকে ব্যবসায় বিনিয়োগের জন্য পবিত্র কাপুড়িয়া এলসি, এলটিআর এবং মেয়াদী ঋণ গ্রহণ করেন। এরপর ওই ঋণসহ সুদের টাকা পরিশোধের জন্য ব্যাংকে ২০ কোটি ৬০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। গত ৩ সেপ্টেম্বর ওই চেক ব্যাংকে প্রদান করলে তা ডিজঅনার হয়। পরে বাদী পক্ষ ৯ সেপ্টেম্বর পক্ষ আসামি বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। এরপরেও পাওনা টাকা পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে আদালতে এ মামলা করেন।