শার্শা থেকে ফেনসিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

jessore map

যশোরের শার্শায় ২০ বোতল ফেনসিডিলসহ বিথি বেগম পলি (২৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে নাভারন হাইওয়ে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে শার্শার শ্যামলাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পলি যশোর কোতয়ালী থানার রেলগেট এলাকার ফিরোজ শেখের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ টিটু কুমার নাথ জানান, উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।