যৌতুক মামলায় যশোরে এক ব্যক্তির সাজা

jessore map

যশোরে যৌতুক মামলায় এক ব্যক্তির দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম শার্শা উপজেলার দূর্গাপুর মধ্যপাড়া গ্রামের ইসহাক আলী ঢালীর ছেলে। সোমবার জুডিসয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।

এরআগে স্ত্রী শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আবরান আলীর মেয় স্বর্ণা ইয়াসমিন শিখা আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৫ সালেরৈ পহেলা জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের সময় দেড় লাখ টাকার মালামাল দেয় শিখার পরিবার। এরপরও একলাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে নির্যাতন চালাতে থাকে। বিষয়টি পারিবারিক ভাবে মিমাংশার চেষ্টা করে ব্যর্থ হয়ে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর বাদী আদালতে মামলা করেন।