দলীয় শতকের আগেই ফিরলেন অধিনায়ক মুমিনুল

ম্যাচের ১৮তম ওভারে মাত্র ৩১ রানের মাথায় দলীয় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপরে দুই লিটল ডায়নামাইট মুমিনুল-মুশফিকের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিলো বাংলাদেশ। তবে ৯৯ রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুমিনুল হক। এই রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভারে ১০৬/৪।

অধিনায়কত্বের অভিষেক ইনিংসে তাই দারুণ কিছু করা হলো না এই বাঁ হাতি ব্যাটসম্যানের। তবে তাদের ৬৮ রানের জুটিতে শুরুর ধাক্কা কিছুটা হলেও সামাল দিতে পেরেছে বাংলাদেশ। ক্রিজে এই মুহুর্তে মুশফিককে সঙ্গ দিচ্ছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

দলীয় ১২ রানে দুই ওপেনারকে ফিরিয়ে দেয় ভারতীয় পেসাররা। ম্যাচের ৬ষ্ঠ ওভারের শেষ বলে ইমরুল কায়েসকে ব্যক্তিগত ৬ রানে রাহানের ক্যাচে ফেরান উমেশ যাদব। এরপরের ওভারেই সাদমানকে উইকেটরক্ষক ঋদ্ধিমানের ক্যাচে শিকার করেন আরেক পেসার ইশান্ত শর্মা।

বাংলাদেশের তৃতীয় উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। এলবিডাব্লিউর ফাঁদে ফেলে মিঠুনকে আউট করেন মাত্র ১২ রানে।